ভাসান ঘিরে জনতা-পুলিস খণ্ডযুদ্ধ: পুলিসের গুলিতে মৃত ১

পুলিস-জনতা খণ্ডযুদ্ধে মৃত্যু হল এক গৃহবধূর। গতরাতে নদিয়ার হাসখালি থানা এলাকায় ভাসান চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়। বগুলায় প্রতিমা নিয়ে যাওয়ার রাস্তা দিয়ে স্থানীয় কংগ্রেস নেতা বিমল বিশ্বাসকে যেতে বারণ করে পুলিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এরপরেই বচসার সূত্রপাত। দেখতে দেখতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

Updated By: Oct 8, 2011, 12:25 PM IST

পুলিস-জনতা খণ্ডযুদ্ধে মৃত্যু হল এক গৃহবধূর। গতরাতে নদিয়ার হাসখালি থানা এলাকায় ভাসান চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়ায়। বগুলায় প্রতিমা নিয়ে যাওয়ার রাস্তা দিয়ে স্থানীয় কংগ্রেস নেতা বিমল বিশ্বাসকে যেতে বারণ করে পুলিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এরপরেই বচসার সূত্রপাত। দেখতে দেখতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ বচসা চলাকালীন পুলিসের গাড়িতে ভাঙচুরেরে পাশাপাশি বন্দুক ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুষ্কৃতী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড গুলি চালায় পুলিস। ভিড়ের মধ্যে থেকে পুলিসকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কৈখালির বাসিন্দা রাজেশ্বরী মল্লিকের। স্থানীয়সূত্রের খবর মৃত রাজেশ্বরী দেবী হাসখালি ব্লক কংগ্রেস সভাপতি রথীন মল্লিকের স্ত্রী। ইতিমধ্যেই ঘটনায় আহত মোট নজনকে শক্তিনগর হাসপাতাল এবং বগুলা
হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত কংগ্রেস নেতা বিমল বিশ্বাস সহ মোট নজনকে আটক করেছে হাসখালি থানার পুলিস।

.