নির্বাচনের মাস পেড়লেও গঠন হয়নি হাওড়া পুরবোর্ড

পৌরসভা নির্বাচনের পর কেটে গেছে একমাস। এখনও গঠন হয়নি হাওড়া পুরসভার পুরবোর্ড। মেয়র শপথ নিলেও এখনও ঠিক হয়নি পুরসভার ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারম্যান। ফলে ব্যাহত হচ্ছে উন্নয়নের কাজ।

Updated By: Jan 12, 2014, 10:42 AM IST

পৌরসভা নির্বাচনের পর কেটে গেছে একমাস। এখনও গঠন হয়নি হাওড়া পুরসভার পুরবোর্ড। মেয়র শপথ নিলেও এখনও ঠিক হয়নি পুরসভার ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারম্যান। ফলে ব্যাহত হচ্ছে উন্নয়নের কাজ।

পুর এলাকার উন্নয়ন করাই যে একমাত্র লক্ষ্য তা ভোটের প্রচারেই বুঝিয়ে দিয়েছিল তৃণমূল। তবে বাস্তব ক্ষেত্রে ছবিটা একেবারেই উল্টো। গত ১১ ডিসেম্বর শপথ নেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। মেয়র হিসেবে শপথ নেন রথীন চক্রবর্তী। চেয়ারম্যান হিসেবে শপথ নেন অরবিন্দ গুহ। নিয়ম অনুযায়ী মেয়র শপথ নেওয়ার একমাসের মধ্যে পুর বোর্ড গঠন করার কথা। তবে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুরবোর্ড গঠন আপাতত বিশ বাঁওজলে। আর এর ফলে ধাক্কা খাচ্ছে এলাকার উন্নয়নের কাজ। প্রাক্তন মেয়র মমতা জয়সোয়ালের মতে যা অত্যন্ত বেআইনি।

তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। তাঁর দাবি, অর্ডিন্যান্স পাস করানোর জন্যই পুরবোর্ড গড়তে সময় লাগছে। মেয়র যাই বলুন পুরবোর্ড গঠন না হওয়ার পেছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করছেন বিরোধীরা।

.