আইএএস স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, আইপিএস অফিসার হৃষিকেশ মীনাকে সাসপেন্ড করল রাজ্য সরকার

শেষ পর্যন্ত আইপিএস অফিসার হৃষিকেশ মীনাকে সাসপেন্ড করল রাজ্য সরকার। তাঁর আইএএস স্ত্রী নির্যাতনের অভিযোগ এনেছিলেন হৃষিকেশ মীনার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

Updated By: Jan 11, 2014, 09:58 PM IST

শেষ পর্যন্ত আইপিএস অফিসার হৃষিকেশ মীনাকে সাসপেন্ড করল রাজ্য সরকার। তাঁর আইএএস স্ত্রী নির্যাতনের অভিযোগ এনেছিলেন হৃষিকেশ মীনার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

এই প্রথম নয়, আগেও বেশ কয়েকজন আইপিএস অফিসারের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অশালীন আচরণ বা নিগ্রহের অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে শুধুমাত্র অভিযুক্ত অফিসারকে বদলি করেই দায় সেরেছিল রাজ্য সরকার। কিন্তু এবার আইপিএস অফিসারের বিরুদ্ধে সরাসরি তাঁর আইএএস স্ত্রী অভিযোগ করায় সাসপেন্ডের সিদ্ধান্ত নিল রাজ্য।

দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হৃষিকেশ মীনার অন্য এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ছবি দেখা গিয়েছিল। যাকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়।

এই ছবি প্রকাশ্যে আসার পর দীর্ঘদিন ছুটি নিয়ে ছিলেন। সেই হৃষিকেশ মীনার বিরুদ্ধে তাঁর আইএএস স্ত্রী অর্চনা সরাসরি অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রসচিবের কাছে। স্বরাষ্ট্রসচিব চিঠিটি পাঠিয়ে দেন কলকাতা পুলিসের কাছে। সেই অনুসারে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

কলকাতা পুলিস ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সেই অভিযোগ প্রাথমিকভাবে সঠিক বলেই মনে করছে রাজ্য সরকার। সেই কারণে শনিবার হৃষিকেশ মীনাকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.