মারা গেলেন হাওড়ার প্রতিবাদী যুবক অরূপ ভান্ডারি

Updated By: Feb 2, 2015, 09:36 AM IST
মারা গেলেন হাওড়ার প্রতিবাদী যুবক অরূপ ভান্ডারি

মারা গেলেন প্রতিবাদী যুবক অরূপ ভান্ডারি। ইভটিজিংয়ের প্রতিবাদ করে বেধড়ক মার খান অরূপ। তারপর থেকে টানা ৫ দিন কোমায় থেকে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অরূপ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। চিকিত্‍সা করাতে গিয়ে সর্বস্বান্ত অরূপের পরিবারও।

গত বুধবার হাওড়ার সালকিয়ায় ঋষিকেশ ঘোষ লেনে সরস্বতী পুজোর বিসর্জনের সময় তাঁকে নির্মমভাবে মারধর করেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। ওই ক্লাবের সদস্যরা মেয়েদের কটূক্তি করায় প্রতিবাদ করেছিলেন অরূপ। বাধা পেয়েই প্রতিবাদী অরূপের উপর ঝাপিয়ে পড়েন ইভ টিজাররা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। পাড়ার লোকেরাই এরপর রক্তাক্ত অরূপকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ প্রসাদ ওই পাড়ারই বাসিন্দা।

ঘটনার পর ৫ দিন কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিস। এখনও অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

.