শুরু হয়ে গেছে উচ্চমাধ্যমিকের টেস্ট, কিন্তু পরীক্ষা দেওয়া হল না স্বর্ণেন্দুর

শুরু হয়ে গেছে উচ্চমাধ্যমিকের টেস্ট। কিন্তু পরীক্ষা দেওয়া হল না স্বর্ণেন্দুর। লাস্ট মোমেন্ট প্রস্তুতির জন্যই, গত রবিবার অঙ্কের টিউশন নিতে গিয়েছিল বসিরহাটের এই মেধাবী ছাত্রটি। ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতাল, এরপর কলকাতার নামী নার্সিংহোম। প্রথম থেতেই ডাক্তাররা অবশ্য জানিয়ে দেয়, আশা কম।

Updated By: Nov 4, 2016, 09:04 AM IST
 শুরু হয়ে গেছে উচ্চমাধ্যমিকের টেস্ট, কিন্তু পরীক্ষা দেওয়া হল না স্বর্ণেন্দুর

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গেছে উচ্চমাধ্যমিকের টেস্ট। কিন্তু পরীক্ষা দেওয়া হল না স্বর্ণেন্দুর। লাস্ট মোমেন্ট প্রস্তুতির জন্যই, গত রবিবার অঙ্কের টিউশন নিতে গিয়েছিল বসিরহাটের এই মেধাবী ছাত্রটি। ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতাল, এরপর কলকাতার নামী নার্সিংহোম। প্রথম থেতেই ডাক্তাররা অবশ্য জানিয়ে দেয়, আশা কম।

আরও পড়ুন মানবতার আরও এক নজির, অঙ্গদান জীবনদান, আরও একবার দেখল তিলোত্তমা

দুর্ঘটনার পরই কোমায় চলে যায় স্বর্ণেন্দু। গতকাল তার ব্রেন ডেথ ঘোষণা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একমাত্র ছেলের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে, অঙ্গদানের সিদ্ধান্ত নেয় রায় পরিবার। তার দুটি কিডনি, লিভার, এবং দুটি চোখই দান করা হয়। 

আরও পড়ুন  বঙ্গোপসাগরে শক্তি বাড়াল নিম্নচাপ, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

.