এবারই প্রথম নয়, এবছরই একাধিকবার অঙ্গদানের নজির দেখেছে এই রাজ্য

এবারই অবশ্য প্রথম নয়। এবছরই একাধিকবার অঙ্গদানের নজির দেখেছে এরাজ্য। সাক্ষী থেকেছে  মানবিকতার। উদাহরণ শোভনা সরকার, সমর চক্রবর্তীরা। এবছরই জুনের শেষ সপ্তাহে ব্রেন ডেথের পর, শেষ ইচ্ছা অনুযায়ী অঙ্গদানের বিষয়ে উদ্যোগী হয় শোভনা সরকারের পরিবার। বছর তিরিশের কেয়া রায়চৌধুরী পান শোভনাদেবীর একটি কিডনি।

Updated By: Nov 4, 2016, 08:53 AM IST
এবারই প্রথম নয়, এবছরই একাধিকবার অঙ্গদানের নজির দেখেছে এই রাজ্য

ওয়েব ডেস্ক: এবারই অবশ্য প্রথম নয়। এবছরই একাধিকবার অঙ্গদানের নজির দেখেছে এরাজ্য। সাক্ষী থেকেছে  মানবিকতার। উদাহরণ শোভনা সরকার, সমর চক্রবর্তীরা। এবছরই জুনের শেষ সপ্তাহে ব্রেন ডেথের পর, শেষ ইচ্ছা অনুযায়ী অঙ্গদানের বিষয়ে উদ্যোগী হয় শোভনা সরকারের পরিবার। বছর তিরিশের কেয়া রায়চৌধুরী পান শোভনাদেবীর একটি কিডনি।

আরও পড়ুন মানবতার আরও এক নজির, অঙ্গদান জীবনদান, আরও একবার দেখল তিলোত্তমা

দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হয় এসএসকেএম হাসপাতালে। গ্রহীতা বছর তিরিশের যুবক ফিরোজ। কিছু দিনের মধ্যেই ফের অঙ্গদানের নজির সামনে আসে। এবার দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা সমর চক্রবর্তীর মৃত্যুর পর অঙ্গ দান করার সিদ্ধান্ত নেয় পরিবার। সাতাশে জুলাই ব্রেন ডেথের পর, সমরবাবুর লিভার এবং দুটি চোখ দান করা হয়।   

আরও পড়ুন  বঙ্গোপসাগরে শক্তি বাড়াল নিম্নচাপ, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

 

.