একনজরে উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার
মাধ্যমিকেও পাশের হারে সব জেলাকে টপকে দিয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৩.০১ শতাংশ। উচ্চমাধ্যমিকেও বজায় রইল সেই ধারা। ২০১৬ উচ্চমাধ্যমিকে পাশের হারে সব জেলাকে পিছনে ফেলে এগিয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯২.৩৮ শতাংশ।
Updated By: May 16, 2016, 02:39 PM IST
ওয়েব ডেস্ক : মাধ্যমিকেও পাশের হারে সব জেলাকে টপকে দিয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৩.০১ শতাংশ। উচ্চমাধ্যমিকেও বজায় রইল সেই ধারা। ২০১৬ উচ্চমাধ্যমিকে পাশের হারে সব জেলাকে পিছনে ফেলে এগিয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯২.৩৮ শতাংশ।
একনজরে কোন জেলায় কত পাশের হার
- পূর্ব মেদিনীপুর- ৯২.৩৮
- পশ্চিম মেদিনীপুর- ৮৮.৯৬ শতাংশ
- কলকাতা-৮৭.৫৬ শতাংশ
- হুগলী-৮৬.৮৮ শতাংশ
- দক্ষিণ ২৪ পরগনা-৮৬.৮৪ শতাংশ
- হাওড়া- ৮৬.৭৪ শতাংশ
- উত্তর ২৪ পরগনা- ৮৪.৪৩ শতাংশ
- বীরভূম-৮৪.০৫ শতাংশ
- বাঁকুড়া-৮৩.২৫ শতাংশ
- মুর্শিদাবাদ- ৮২.১৮ শতাংশ
- দার্জিলিং- ৮১.৭৯ শতাংশ
- মালদা- ৮১.৪২ শতাংশ
- পুরুলিয়া- ৮১.৪০ শতাংশ
- বর্ধমান- ৮১.৪০ শতাংশ
- নদীয়া- ৮১.৩৪ শতাংশ
- উত্তর দিনাজপুর- ৭৬.৯৫ শতাংশ
- দক্ষিণ দিনাজপুর- ৭৬.৭৮ শতাংশ
- কোচবিহার- ৭৬.২৮ শতাংশ
- জলপাইগুড়ি- ৭৫.০৬ শতাংশ
মাধ্যমিক ২০১৬-য় জেলাভিত্তিক পাশের হার জানতে ক্লিক করুন এখানে