মালদা শিশু পাচারকাণ্ডে হোম কর্তৃপক্ষকে ভতর্সনা হাইকোর্টের

মালদা শিশু পাচারকাণ্ডে হোম কর্তৃপক্ষকে কড়া ভতর্সনা হাইকোর্টের। ২০১৪ সালে মালদার সরকারি সাহায্যপ্রাপ্ত হোম থেকে শিশু চুরি যায়। সেই ঘটনার এখনও কেন কোনও কিনারা হল না আজ তা জানতে চায় আদালত। বিচারপতি অসীম রায় পুলিসকে রীতিমত ধমক দিয়ে বলেন, ঘটনার কিনারা না হলে হোম কর্তৃপক্ষ সহ সবাইকেই জেলে পোরা হবে। শিশুটিকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে।

Updated By: Nov 30, 2016, 11:37 PM IST
মালদা শিশু পাচারকাণ্ডে হোম কর্তৃপক্ষকে ভতর্সনা হাইকোর্টের

ওয়েব ডেস্ক : মালদা শিশু পাচারকাণ্ডে হোম কর্তৃপক্ষকে কড়া ভতর্সনা হাইকোর্টের। ২০১৪ সালে মালদার সরকারি সাহায্যপ্রাপ্ত হোম থেকে শিশু চুরি যায়। সেই ঘটনার এখনও কেন কোনও কিনারা হল না আজ তা জানতে চায় আদালত। বিচারপতি অসীম রায় পুলিসকে রীতিমত ধমক দিয়ে বলেন, ঘটনার কিনারা না হলে হোম কর্তৃপক্ষ সহ সবাইকেই জেলে পোরা হবে। শিশুটিকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে।

আরও পড়ুন- এবার শিশুপাচার নিয়ে এই কাজই করবে কেন্দ্র!

রাজ্যের শিশু পাচার কাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। উত্তর ২৪ পরগনার সমস্ত নার্সিংহোমে কড়া নজরদারির নির্দেশজাতীয় শিশু অধিকার রক্ষা অধিকার কমিশনের। নার্সিংহোমগুলির রেজিস্ট্রেশন আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু পাচার রোধে একইসঙ্গে সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসনও। রাজ্যের হোমগুলিতে এবার থেকে প্রতি সপ্তাহে পরিদর্শন করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রাজ্যে শিশু পাচার কাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র।

.