মুদ্রা বেচাকেনা প্রতারণার দায়ে গ্রেফতার জিটিএ চেয়ারম্যান সহ ১১

Updated By: Mar 4, 2015, 11:33 PM IST
মুদ্রা বেচাকেনা প্রতারণার দায়ে গ্রেফতার জিটিএ চেয়ারম্যান সহ ১১

পুরনো মুদ্রা বেচা কেনা নিয়ে প্রতারণার দায়ে জিটিএর চেয়ারম্যান প্রদীপ প্রধান সহ মোট ১১জনকে গ্রেপ্তার করল  পুলিস। পুর ভোটের আগে এই গ্রেপ্তারের ঘটনায় শোরগোল পড়ে গেছে।  চেয়ারম্যান গ্রেপ্তারের পর জিটিএর কাজকর্ম কে  চালাবে তা নিয়ে আলোচনা শুরু করেছে মোর্চা নেতৃত্ব।

প্রদীপ প্রধান অ্যান্টিক জিনিস ১৩ লক্ষ টাকায় বিক্রি করছিলেন। সেই সময়েই গোপন সুত্রে খবর পেয়ে  পুলিশ  তাকে ও তার দুই সহযোগী  দীপেন ছেত্রী ও দীপ থাপারকে গ্রেফতার করে। যদিও প্রধানের দাবি হোটেলে তারা নতুন একটি চ্যানেল খোলার জন্য আলোচনা করছিলেন।

এই গ্রেফতারি নিয়ে কোন মন্তব্যই করতে চায়নি মোর্চা নেতৃত্ব।এই গ্রেফতারির পরেই  জিটিএর চেয়ারম্যানের কাজ কে সামলাবে তা নিয়ে  তারা আলোচনাও শুরু করেছে।তবে পুরভোটের আগে এই গ্রেফতারিতে উজ্জীবিত হিল তৃণমুল।

 

.