ফুটবলে মেয়েদের আগ্রহী করে তুলতে গড়া হচ্ছে ফুটবল অ্যাকাডেমি
একটা সময় বাড়ির বাইরে পা রাখার কথা ভাবতেই পারত না পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়েরা। এখন তারা শুধু বাড়ির বাইরেই যাচ্ছে না, স্কুল যাচ্ছে, অংশ নিচ্ছে আরও অনেককিছুতে। একদিন যে মেয়েরা বাড়ির চার দেওয়ালে বন্ধ থাকত, আজ সেই মেয়েদের পায়েই এবার ফুটবল। ফুটবল পায়ে শুধু পাড়ার মাঠে আটকে থাকা নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রণের স্বপ্নও দেখছে এই স্কুলছাত্রীরা। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়েদের এই দিন দেখানোর কৃতিত্ব পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের। রাজ্যে মহিলা ফুটবলারের সংখ্যা বাড়াতে, ফুটবলে তাদের আরও আগ্রহী করে তুলতে গড়া হচ্ছে ফুটবল অ্যাকাডেমিও।
ওয়েব ডেস্ক: একটা সময় বাড়ির বাইরে পা রাখার কথা ভাবতেই পারত না পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়েরা। এখন তারা শুধু বাড়ির বাইরেই যাচ্ছে না, স্কুল যাচ্ছে, অংশ নিচ্ছে আরও অনেককিছুতে। একদিন যে মেয়েরা বাড়ির চার দেওয়ালে বন্ধ থাকত, আজ সেই মেয়েদের পায়েই এবার ফুটবল। ফুটবল পায়ে শুধু পাড়ার মাঠে আটকে থাকা নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রণের স্বপ্নও দেখছে এই স্কুলছাত্রীরা। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মেয়েদের এই দিন দেখানোর কৃতিত্ব পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের। রাজ্যে মহিলা ফুটবলারের সংখ্যা বাড়াতে, ফুটবলে তাদের আরও আগ্রহী করে তুলতে গড়া হচ্ছে ফুটবল অ্যাকাডেমিও।