রাজ্য পুলিসের নয়া ডিজি হচ্ছেন জিএম প্রভুশেখর রেড্ডি
রাজ্য পুলিসের নতুন ডিজি হচ্ছেন জিএম প্রভুরাজশেখর রেড্ডি। শুক্রবারই এবিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দফতর। বর্তমানে রাজ্য ক্যাডারের নজন আইপিএস অফিসার ডিজি পদে রয়েছেন। এরমধ্যে দুজন রয়েছেন রাজ্যের বাইরে। বাকি সাতজনের মধ্যে থেকে রেড্ডিকেই মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, ছজন অফিসারকে টপকে তাঁকে ডিজি করা হয়েছে তাঁকে।
রাজ্য পুলিসের নতুন ডিজি হচ্ছেন জিএম প্রভুরাজশেখর রেড্ডি। শুক্রবারই এবিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দফতর। বর্তমানে রাজ্য ক্যাডারের নজন আইপিএস অফিসার ডিজি পদে রয়েছেন। এরমধ্যে দুজন রয়েছেন রাজ্যের বাইরে। বাকি সাতজনের মধ্যে থেকে রেড্ডিকেই মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, ছজন অফিসারকে টপকে তাঁকে ডিজি করা হয়েছে তাঁকে।
জিএম প্রভুরাজশেখর রেড্ডি। ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। বর্তমানে ডিজি আইবি পদে রয়েছেন। ১৯৮২-এর সালের ব্যাচের এই আইপিএস অফিসার কর্মজীবনের শুরুতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবারের এসডিপিওর দায়িত্বে ছিলেন। এরপর দার্জিলিঙের অতিরিক্ত পুলিস সুপার ও পরে পুলিস সুপারের দায়িত্বভার সামলেছেন।
১৯৯০ সালে সেন্ট্রাল ডেপুটেশনে গিয়েছিলেন এসপি সিবিআইয়ের দায়িত্বে। দীর্ঘদিন সিবিআইতে কর্মরত ছিলেন। ২০০০-এ দায়িত্ব পান ডিআইজি সিবিআইয়ের।
ডিআইজি বর্ধমান রেঞ্জ পদে ফের ফিরে আসেন রাজ্যে। আর্মড পুলিসের আইজি পদে ছিলেন তিনি।২০০৪-এ ফের সেন্ট্রাল ডেপুটেশনে যোগ দেন আইজি আরপিএফ পদে।
২০১১তে আবার এরাজ্যে ফিরে আসেন আইজি পুলিস রিক্রুটমেন্ট পদে। পদোন্নতি হয়ে এডিজি অ্যাডমিনিস্ট্রেশন, ও পরে ডিজি আইবি পদের দায়িত্বভার সামলেছেন।
বর্তমানে জিএম প্রভুরাজশেখর রেড্ডি সহ রাজ্য ক্যাডারের নজন আইপিএস অফিসার ডিজি পদে রয়েছেন। তাঁরা হলেন, সুশান্ত ভট্টাচার্য, দিলীপ মিত্র, বিজয় কুমার, অনিল কুমার, রাজ কানোজিয়া, ও আর কে নালোয়া । রাজ্যের বাইরে রয়েছেন, বিডি শর্মা এবং সুরিন্দর সিং।
আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন বর্তমান ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়। ওইদিনই রাজ্য পুলিসের ডিজি হিসেবে দায়িত্ব নেবেন জিএম প্রভুরাজশেখর রেড্ডি।
শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দফতর। প্রথা মেনেই বিদায়ী ডিজি নপরাজিত মুখোপাধ্যায়কে সংবর্ধনা দিল রাজ্য পুলিস। বারাকপুর লাটবাগানে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের শীর্ষ কর্তারা।
ছজন অফিসারকে টপকে জিএমপি রেড্ডিকে ডিজি করায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে, স্বরাষ্ট্র দফতরের যুক্তি, নিয়ম অনুযায়ী ডিজি পদমর্যাদার অফিসারদের মধ্যে থেকে যে কোনও একজনকে ডিজিপি মনোনীত করতে পারে সরকার।