মুখমন্ত্রীর পাহাড় সফরের দিন `ঘরের ভিতর জনতা` কর্মসূচী মোর্চার
`সড়কে জনতা`-র আড়ালে পাহাড়ে মোর্চার বনধ কর্মসূচি চলবে। আজ সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোসরা সেপ্টেম্বর পাহাড় সফরে যাওযার কথা মুখ্যমন্ত্রীর। সেকথা মাথায় রেখে দোসরা ও তেসরা সেপ্টেম্বর ঘরের ভিতর জনতা কর্মসূচি নিয়েছে মোর্চা। আগামিকাল একদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পয়লা সেপ্টেম্বর পাহাড়ের স্কুলগুলির সঙ্গে বৈঠক করবে মোর্চা নেতৃত্ব।
`সড়কে জনতা`-র আড়ালে পাহাড়ে মোর্চার বনধ কর্মসূচি চলবে। আজ সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোসরা সেপ্টেম্বর পাহাড় সফরে যাওযার কথা মুখ্যমন্ত্রীর। সেকথা মাথায় রেখে দোসরা ও তেসরা সেপ্টেম্বর ঘরের ভিতর জনতা কর্মসূচি নিয়েছে মোর্চা। আগামিকাল একদিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পয়লা সেপ্টেম্বর পাহাড়ের স্কুলগুলির সঙ্গে বৈঠক করবে মোর্চা নেতৃত্ব।
শিক্ষাব্যবস্থাকে আন্দোলন কর্মসূচি থেকে ছাড় দেওয়া হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ওইদিনের বৈঠকে। এদিকে পয়লা সেপ্টেম্বর থেকেই দার্জিলিংয়ে অনশনে বসছে লেপচারা। তাদের অভিযোগ, পাহাড়ে বিভেদ সৃষ্টি করছে রাজ্য সরকার।