ফেসবুকে TMCP-র দাদাগিরির প্রতিবাদ করায় ছাত্রদের হাতের বেধড়ক মার খেলেন অধ্যাপক

কলেজ ভোটে TMCP-র দাদাগিরির প্রতিবাদ করেছিলেন স্যোসাল নেটওয়ার্কিং সাইটে। ফেসবুকের সেই স্টেটাস আপডেটই  কাল হল ঘাটাল কলেজের অর্থনীতির অধ্যাপক অমিত রায়ের। কলেজের ভিতরেই  শাসকদলের ছাত্র সংগঠনের সমর্থকদের হাতে বেধড়ক মার খেতে হল তাঁকে।

Updated By: Feb 3, 2015, 08:00 PM IST
ফেসবুকে TMCP-র দাদাগিরির প্রতিবাদ করায় ছাত্রদের হাতের বেধড়ক মার খেলেন অধ্যাপক

ঘাটাল: কলেজ ভোটে TMCP-র দাদাগিরির প্রতিবাদ করেছিলেন স্যোসাল নেটওয়ার্কিং সাইটে। ফেসবুকের সেই স্টেটাস আপডেটই  কাল হল ঘাটাল কলেজের অর্থনীতির অধ্যাপক অমিত রায়ের। কলেজের ভিতরেই  শাসকদলের ছাত্র সংগঠনের সমর্থকদের হাতে বেধড়ক মার খেতে হল তাঁকে।

১৬ই জানুয়ারি ঘাটাল মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। অভিযোগ, কলেজের গেট বন্ধ রেখে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি TMCP। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেকথা লিখেছিলেন অমিতবাবু।

সেই অপরাধে আজ দুপুরে অর্থনীতির অধ্যাপককে ডেকে নিয়ে যান কলেজের TMCP জিএস হেমন্ত দাস। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকি যেসব অধ্যাপক বাধা দিতে গিয়েছিলেন তাঁদেরও বেধড়ক মারধর করা হয়েছে বলে  অভিযোগ করেছেন নিগৃহীত অধ্যাপক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন হেমন্ত দাস।

 

.