কুয়াশায় বিমান বাতিলের অস্বস্তিতে যোগ অব্যবস্থা, বিপাকে যাত্রীরা

কুয়াশায় বিমান বাতিল। বাগডোগরা বিমানবন্দরে বিপাকে পড়লেন যাত্রীরা। ইন্টারনেটে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলেন ৭০ জন যাত্রী। সকলেরই কলকাতা আসার কথা। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরে পৌছনোর পর তাঁদের জানানো হয়, বোর্ডিং পাস দেওয়া হবে না। বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

Updated By: Dec 29, 2013, 05:16 PM IST

কুয়াশায় বিমান বাতিল। বাগডোগরা বিমানবন্দরে বিপাকে পড়লেন যাত্রীরা। ইন্টারনেটে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলেন ৭০ জন যাত্রী। সকলেরই কলকাতা আসার কথা। যাত্রীদের অভিযোগ, বিমানবন্দরে পৌছনোর পর তাঁদের জানানো হয়, বোর্ডিং পাস দেওয়া হবে না। বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গেও যোগাযোগ করা হয় চব্বিশ ঘণ্টার তরফে। রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, কুয়াশার জন্য শনিবার বিমান বাতিল হয়েছিল। সোমবার যথেষ্ট দৃশ্যমানতা থাকলে শনিবার আটকে পড়া যাত্রীদের কলকাতায় আনা হবে।

আজ আটকে পড়া যাত্রীদেরও কলকাতা আনার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আজকের জন্য তাঁদের স্থানীয় হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে। শিলিগুড়ি ও আসপাশের এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত দুই পিঠের ট্যাক্সিভাড়া দেওয়া হবে।

Tags:
.