পার্সেল ভ্যানের বগিতে আগুন, পুড়ে গেল বহু জিনিস

পার্সেল ভ্যানের একটি বগিতে হঠাত্‍ই আগুন ধরে যায়। রেলকর্মীরা অনেক চেষ্টায় জ্বলন্ত বগিটিকে ট্রেন থেকে আলাদা করেন। ঘটনাস্থলে পোঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বগির ভিতরের সমস্ত মালপত্র পুড়ে গিয়েছে।

Updated By: Mar 28, 2012, 10:43 AM IST

মঙ্গলবার রাতে খড়গপুর শাখায় পার্সেল ভ্যানের বগিতে ভয়াবহ আগুনে পুড়ে গেল বহু জিনিস। গতকাল রাত ১১টা নাগাদ সাঁকরাইল ও আবদা স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা পার্সেল ভ্যানের একটি বগিতে হঠাত্‍ই আগুন ধরে যায়। রেলকর্মীরা অনেক চেষ্টায় জ্বলন্ত বগিটিকে ট্রেন থেকে আলাদা করেন। ঘটনাস্থলে পোঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বগির ভিতরের সমস্ত মালপত্র পুড়ে গিয়েছে। অগ্নিদগ্ধ বগির ভিতর বাতানুকূল যন্ত্র, ঝিনুক এবং বহু কাগজপত্র ছিল। ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের গুডস ইয়ার্ডের খড়গপুর শাখায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দমকল আধিকারিক অঞ্জন পণ্ডিত জানান, বগিটিতে প্রচুর পরিমাণে ঝিনুক ছিল। তার সঙ্গেই বেশ কিছু বাতানুকুল যন্ত্র এবং পেন্ট ছিল কামরাটিতে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

.