উত্স নেপাল সীমান্ত, উত্তরবঙ্গের পরিসর ছাড়িয়ে কম্পন উত্তর-পূর্বে
ছ`মাস আগের ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং পাহাড়-সহ উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বুধবার ভোর ৫টা ১০ মিনিটের এই কম্পন অনুভূত হয়েছে, পাহাড়, শিলিগুড়ি-ডুয়ার্স, দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদে।
ছ`মাস আগের ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং পাহাড়-সহ উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। বুধবার ভোর ৫টা ১০ মিনিটের এই কম্পন অনুভূত হয়েছে, পাহাড়, শিলিগুড়ি-ডুয়ার্স, দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদে। ভূমিকম্প ঘিরে স্থানীয় মানুষের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন সিকিম এবং উত্তর পুর্বাঞ্চলের মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে।
ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় দূরপাল্লার ট্রেনগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ভূমিকম্পের উত্স ভারত-নেপাল সীমান্তে, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর সিকিম ও দার্জিলিং পাহাড়ের বিস্তীর্ণ অংশে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। বহু এলাকায় রাস্তা ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সেপ্টেম্বরের মতোই এবারও হিমালয়ের নীচে ভারতীয় প্লেট এবং তিব্বতীয় প্লেট-এর ঘর্ষণের ফলেই এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।