বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মার ফেটে আগুন
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর নাট্যঘরের পাশেই ছিল ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মার থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে।
Updated By: Apr 1, 2017, 02:24 PM IST
ওয়েব ডেস্ক : বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর নাট্যঘরের পাশেই ছিল ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মার থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে।
তবে এই আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতীর হেরিটেজ বিল্ডিংয়ের সামনে দিয়েই বিদ্যুতের তার গিয়েছে। যে কোনও সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। কেন বিষয়টিতে ঠিকমতো নজর দেওয়া হয়নি, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন, ক্যানিংয়ে গুলি করে খুন ব্যবসায়ীকে; নদিয়ায় খুন যুব তৃণমূল কর্মী