এফআইআর দায়ের হল তৃণমূল কংগ্রেস নেত্রী দোলা সেনের বিরুদ্ধে। কর্তব্যরত নির্বাচন কমিশনের লোকজনকে কাজে বাধা ও কটূক্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে আসানসোলের জামুরিয়ার নিঘা এলাকায় প্রচার করছিলেন তিনি। কমিশনের নিয়মমতো প্রচার-পর্বের ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছিল।

যে গাড়িতে নির্বাচন কমিশনের লোকজন ছিলেন, তা দোলা সেনের কনভয়ের চেয়ে এগিয়ে যেতেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। কমিশনের লোকজনকে উদ্দেশ্য করে কটূক্তির অভিযোগ উঠেছে। দুপক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় চলে। রাতেই বিডিও অফিসে গিয়ে এনিয়ে অভিযোগ জানানো হয়। অভিযোগের কথা জানানো হয় কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে। এরপরই কমিশনের নির্দেশে এফআইআর দায়ের হয় দোলা সেনের বিরুদ্ধে।

English Title: 
FIR against Dola sen
Home Title: 

কমিশনের কাজে বাধা দেওয়ায় দোলা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের

No
21703
Is Blog?: 
No
Section: