চিটফান্ড নয়, টাকা নয়ছয়ের অভিযোগ এবার পোস্ট অফিসের বিরুদ্ধে!
শুধু চিটফান্ড নয়। আর্থিক কারচুপির অভিযোগ কাঠগড়ায় এবার পোস্ট অফিসও। এক গ্রাহকের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম থানার রঘুনাথপুর পোস্ট অফিসের বিরুদ্ধে। টাকা উদ্ধারে অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি।
ব্যুরো: শুধু চিটফান্ড নয়। আর্থিক কারচুপির অভিযোগ কাঠগড়ায় এবার পোস্ট অফিসও। এক গ্রাহকের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম থানার রঘুনাথপুর পোস্ট অফিসের বিরুদ্ধে। টাকা উদ্ধারে অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি।
কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্পে স্থানীয় পোস্ট অফিসে কয়েক লক্ষ টাকা রেখেছিলেন ঝাড়গ্রামের রঘুনপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ ভুঁই। দুহাজার চোদ্দ সালের মে মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ম্যাচিয়রিটির টাকা তিনি রঘুনাথপুর পোস্ট অফিসেই রেখেছিলেন। কিছুদিন বাদে টাকা তুলে গেলে পোস্ট অফিসের তরফে রবীন্দ্রনাথ ভুঁইকে জানানো হয় যে বিশেষ কারণে কিছু দিনের জন্য টাকা তোলা বন্ধ রাখা হয়েছে। মাসখানেক পরে তিনি জানতে পারেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট এগারো লক্ষ উননব্বই হাজার সাতশো চল্লিশ টাকা গায়েব। প্রথমে পুলিস ও পরে ঝাড়গ্রামে ডাক বিভাগের উর্দ্ধতন কর্তাদের কাছে লিখিত অভিযোগ জানান রবীন্দ্রনাথ বাবু। কিন্তু ফল না পেয়ে অবশেষ আদালতের দ্বারস্থ হন তিনি।
রঘুনাথপুর পোস্ট অফিসের বিরুদ্ধে ওঠা আর্থিক কারচুপির অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বর্তমান পোস্ট মাস্টার।
রবীন্দ্রনাথ ভুঁইয়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রঘুনাথপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার ও এজেন্ট সহ চারজনকে তলব করেছে আদালত।