মালদায় তুঙ্গে মামা-ভাগ্নি কোন্দল, আবু নাসের খানের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মৌসমের

কোতোয়ালির কোন্দল এবার প্রকাশ্যে। মামা আবু নাসের খানের বিরুদ্ধে এই প্রথম সরাসরি তোপ দাগলেন মৌসম বেনজির নূর। আজ নিজের কেন্দ্রে গনি খান চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মৌসম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। মালদহ উত্তরের কংগ্রেস সাংসদের অভিযোগ, এটি তাঁর মামারই চক্রান্ত।    

Updated By: Aug 1, 2014, 09:45 PM IST
মালদায় তুঙ্গে মামা-ভাগ্নি কোন্দল, আবু নাসের খানের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মৌসমের

মালদা: কোতোয়ালির কোন্দল এবার প্রকাশ্যে। মামা আবু নাসের খানের বিরুদ্ধে এই প্রথম সরাসরি তোপ দাগলেন মৌসম বেনজির নূর। আজ নিজের কেন্দ্রে গনি খান চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মৌসম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। মালদহ উত্তরের কংগ্রেস সাংসদের অভিযোগ, এটি তাঁর মামারই চক্রান্ত।    

মামা-ভাগ্নির এই ঝগড়া দেখতে অভ্যস্ত মালদার মানুষ। কংগ্রেসের কোনও সভাই হোক, বা অন্য কোনও অনুষ্ঠান, সবেতেই বারবার প্রকাশ্যে চলে এসেছে গণি পরিবারের ফাটল।  
এবার লড়াইয়ের ইস্যু বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস। শুক্রবার মালদায় গণিখান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির নতুন ভবনের শিলান্যাস করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম নূরের অভিযোগ, তাঁর লোকসভা কেন্দ্রের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকেই। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, তাঁর মামা আবু নাসের। তাঁরই চক্রান্তে এমন কাণ্ড, অভিযোগ মৌসমের।  

মৌসম জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ জানাবেন  মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে । জানাবেন  রাষ্ট্রপতিকেও।

 

.