ফরওয়ার্ড ব্লকের পথসভায় হামলা
কোচবিহারের চাঁদামারিতে ফরওয়ার্ড ব্লকের একটি পথসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় সাংসদ নৃপেন রায় সহ ১২ জন ফরওয়ার্ড ব্লক কর্মী আহত হন। যদিও জেলা তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কোচবিহারের চাঁদামারিতে ফরওয়ার্ড ব্লকের একটি পথসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় সাংসদ নৃপেন রায় সহ ১২ জন ফরওয়ার্ড ব্লক কর্মী আহত হন। যদিও জেলা তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারের চাঁদমারিতে পথসভার আয়োজন করে ফরওয়ার্ড ব্লক। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অক্ষয় ঠাকুর ও সাংসদ নৃপেন রায়। অভিযোগ সভা চলাকালীনই তৃণমূল কংগ্রেসের একটি মিছিল থেকে সভা লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। ঘটনার প্রতিবাদ জানালে ফরওয়ার্ড ব্লক কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন দলীয় সাংসদ নৃপেন রায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনকে আগে থেকে জানিয়ে পথসভা করা হলেও সভাস্থলে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে ফরওয়ার্ড ব্লকের তরফে। প্রশ্ন উঠেছে পুলিসের ভূমিকা নিয়েও।