রাইফেল ছিনতাইয়ের ঘটনায় ধৃত তৃণমূল কর্মী

ক্যানিংয়ের জীবনতলার পারগাঁতি গ্রাম থেকে পুলিসের রাইফেল ছিনতাইয়ের ঘটনায় এক তৃণমূল কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিস। সোমবার সন্ধেয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় জীবনতলা থানার পারগাঁতি গ্রামে। অভিযোগ, জীবনতলা থানার পুলিস ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় তৃণমূলের একটি গোষ্ঠীর লোকজন।

Updated By: Feb 7, 2012, 05:46 PM IST

ক্যানিংয়ের জীবনতলার পারগাঁতি গ্রাম থেকে পুলিসের রাইফেল ছিনতাইয়ের ঘটনায় এক তৃণমূল কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিস। সোমবার সন্ধেয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় জীবনতলা থানার পারগাঁতি গ্রামে। অভিযোগ, জীবনতলা থানার পুলিস ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় তৃণমূলের একটি গোষ্ঠীর লোকজন। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। এক এসআই, ২ কনস্টেবল ও গাড়ির চালককে মারধর করা হয়। ওই সময়েই ছিনতাই করা হয় পুলিসের একটি রাইফেল। পরে ক্যানিংয়ের এসডিপিও পিনাকিরঞ্জন দাসের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া রাইফেল উদ্ধার করে।

.