ইভ টিজিংয়ের প্রতিবাদে মৃত্যু

মেয়ের ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল বাবাকে। মেয়ের ইভ টিজারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তদের হাতে বেধড়ক মার খান মালদহের বাসিন্দা। রবিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Updated By: Feb 12, 2012, 11:09 PM IST

মেয়ের ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ দিতে হল বাবাকে। মেয়ের ইভ টিজারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তদের হাতে বেধড়ক মার খান মালদহের বাসিন্দা। রবিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।  
৬ ফেব্রুয়ারি, কলেজ থেকে ফেরার সময় এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে স্থানীয় এক যুবক। যুবকটি প্রায়ই ওই তরুণীকে  উত্যক্ত করত বলে অভিযোগ। ছাত্রীটি  বাড়ি ফিরে বাবা-মাকে নিজের নিগ্রহের কথা বলে। বাবা গিয়ে যুবকটির পরিবারে অভিযোগ জানান। পরদিন অভিযোগ করেন স্থানীয় থানায়। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই মেয়েটির বাড়িতে চড়াও হয় অভিযুক্ত যুবক ও তার সঙ্গীরা। বেধড়ক মারধর করা হয় মেয়েটির বাবা-মাকে। দুজনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রেফার করা হয় কলকাতায়। রবিবার এসএসকেএম হাসপাতালে মারা গেলেন ওই ব্যক্তি।
ইভটিজিং এবং ওই ব্যক্তিকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত যুবককে শনিবারই গ্রেফতার করেছে পুলিশ।

.