স্ত্রীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী

জলপাইগুড়ির পর এবার মালদহ। স্ত্রীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী। চোখ উপরে নেওয়ার চেষ্টা হল তাঁর। আক্রান্ত মহিলার আরও এক আত্মীয়। ঘটনা মালদার কোতোয়ালিতে। গতকাল পারিবারিক এক অনুষ্ঠান শেষে স্বামী ও আত্মীয়দের সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। সে সময় মহিলাকে কটূক্তি করে দুষ্কৃতীরা। প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে মহিলার স্বামীর ওপর চড়াও হয় তারা। কোপ পড়ে তাঁর চোখের ওপর।  দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন ভাই। সে সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় তাঁকেও। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে দুজনকে। অভিযোগ, অনুপ দাস ও তার সহযোগীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Updated By: Dec 30, 2016, 01:59 PM IST
স্ত্রীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী

ওয়েব ডেস্ক: জলপাইগুড়ির পর এবার মালদহ। স্ত্রীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী। চোখ উপরে নেওয়ার চেষ্টা হল তাঁর। আক্রান্ত মহিলার আরও এক আত্মীয়। ঘটনা মালদার কোতোয়ালিতে। গতকাল পারিবারিক এক অনুষ্ঠান শেষে স্বামী ও আত্মীয়দের সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। সে সময় মহিলাকে কটূক্তি করে দুষ্কৃতীরা। প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে মহিলার স্বামীর ওপর চড়াও হয় তারা। কোপ পড়ে তাঁর চোখের ওপর।  দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন ভাই। সে সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় তাঁকেও। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে দুজনকে। অভিযোগ, অনুপ দাস ও তার সহযোগীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

.