বন্যার জল সরতেই আন্ত্রিক, ডায়েরিয়ার কবলে রাজ্য

Updated By: Aug 11, 2015, 05:24 PM IST
বন্যার জল সরতেই আন্ত্রিক, ডায়েরিয়ার কবলে রাজ্য

বন্যার জল নামতেই, রাজ্যে বাড়ছে আন্ত্রিক-ডায়েরিয়ার মতো রোগের প্রকোপ। বীরভূমে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে আন্ত্রিক। হাওড়া জেলাজুড়েও ছড়াচ্ছে ডায়েরিয়া। চাপ বাড়ছে জেলায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, দুর্ভোগের শেষ নেই। বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ।

আন্ত্রিক ছড়াচ্ছে বীরভূমের মহম্মদ বাজারে। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা।  কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। দুজন ভর্তি মহম্মদ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাকিদের চিকিত্‍সা চলছে গ্রামেই।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। অন্যদিকে,  হাওড়া জেলাজুড়ে বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ। হাওড়া শহরাঞ্চলে দেড়শোরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত। অসুস্থদের মধ্যে রয়েছে শিশুরাও। চাপ বাড়ছে হাসপাতালগুলিতে।

পরিস্থিতি মোকাবিলায় পুরসভা ও স্বাস্থ্য দফতর থেকে স্বাস্থ্যকর্মীদের দল পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়। ORS সহ অন্যান্য ওষুধপত্র বিলি করছেন তাঁরা।

 

.