পঞ্চায়েত বোর্ড গোঠন নিয়ে সন্ত্রাস পূর্ব মেদিনীপুরে
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ময়নার গোকুলনগর গ্রামপঞ্চায়েতে বামফ্রন্টের বিজয়ী প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম হয়েছেন ছয় জন সিপিআইএম সমর্থক। পাশকুড়ার দুই নম্বর গ্রামপঞ্চায়েতেও সিপিআইএম প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর থানার গুরগ্রাম, তমলুক থানার ধনহারা গ্রামপঞ্চায়েতেও বাম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এদিকে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা থাকলেও। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা।
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ময়নার গোকুলনগর গ্রামপঞ্চায়েতে বামফ্রন্টের বিজয়ী প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম হয়েছেন ছয় জন সিপিআইএম সমর্থক। পাশকুড়ার দুই নম্বর গ্রামপঞ্চায়েতেও সিপিআইএম প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর থানার গুরগ্রাম, তমলুক থানার ধনহারা গ্রামপঞ্চায়েতেও বাম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এদিকে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা থাকলেও। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা।