সময়সীমা শেষ করেও এখনও চলছে ভোটগ্রহণ
পঞ্চায়েত ভোটের প্রথম দফার ভোটগ্রহণের সময়সীমা শেষ হয়েছে বিকেল পাঁচটায়। সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও বহু বুথে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তিন জেলার বেশিরভাগ বুথে এখনও লম্বা লাইন। তিন জেলার ৭০% বেশি বুথে এখনও ভোট গ্রহণ চলছে। বাঁকুড়ার ৩ হাজার ১০টি বুথের মধ্যে ভোট শেষ হয়েছে মাত্র ৮২৯টি বুথে। পুরুলিয়ায় ২ হাজার ২৯৫টির মধ্যে ভোট শেষ হয়েছে মাত্র ২৫৫টি বুথে। পশ্চিম মেদিনীপুরের রাত পর্যন্ত ভোট চলছে ৩ হাজারেরও বেশি বুথে। বিকেল পাঁচটা পর্যন্ত তিন জেলায় গড়ে ভোট পড়েছে ৫৭%। পুরুলিয়ায় ভোট পড়েছে ৪৯%, বাঁকুড়ায় ভোট পড়েছে ৫৮%। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৬৫% শতাংশ। আজ দিনভর তিন জেলা থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।
পঞ্চায়েত ভোটের প্রথম দফার ভোটগ্রহণের সময়সীমা শেষ হয়েছে বিকেল পাঁচটায়। সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও বহু বুথে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তিন জেলার বেশিরভাগ বুথে এখনও লম্বা লাইন। তিন জেলার ৭০% বেশি বুথে এখনও ভোট গ্রহণ চলছে। বাঁকুড়ার ৩ হাজার ১০টি বুথের মধ্যে ভোট শেষ হয়েছে মাত্র ৮২৯টি বুথে। পুরুলিয়ায় ২ হাজার ২৯৫টির মধ্যে ভোট শেষ হয়েছে মাত্র ২৫৫টি বুথে। পশ্চিম মেদিনীপুরের রাত পর্যন্ত ভোট চলছে ৩ হাজারেরও বেশি বুথে। বিকেল পাঁচটা পর্যন্ত তিন জেলায় গড়ে ভোট পড়েছে ৫৭%। পুরুলিয়ায় ভোট পড়েছে ৪৯%, বাঁকুড়ায় ভোট পড়েছে ৫৮%। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৬৫% শতাংশ। আজ দিনভর তিন জেলা থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।
বাহিনী মোতায়েনের নিয়মের ফাঁক গলে বহু বুথেই থাকেনি কেন্দ্রীয় বাহিনী। ফলে ওই সব বুথে রীতিমতো দাপট দেখাল শাসকদল। ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বহু জায়গায় বুথ থেকে বের করে দেওয়া হয় বিরোধী দলের পোলিং এজেন্টকে। বেশ কয়েকটি জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর হামলার অভিযোগও উঠেছে। যেসব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সেইসব এলাকায় বুথে ঢোকার আগেই আক্রমণ হয়েছে ভোটার ও প্রার্থীদের ওপর। নিয়মের ফাঁদে মাওবাদী প্রভাবিত বেশ কিছু বুথে রাখা হয়নি কেন্দ্রীয় বাহিনী।