ইসিএলের জে কে কোলিয়ারির সঙ্কট কাটল না

আসানসোল: ইসিএলের জে কে কোলিয়ারির সঙ্কট কাটল না।

Updated By: Jul 23, 2014, 08:27 PM IST

আসানসোল: ইসিএলের জে কে কোলিয়ারির সঙ্কট কাটল না। কোলিয়ারি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ। আগামি তিন দিনের মধ্যে কোলিয়ারি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ।  আজ ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কোলিয়ারির শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সর্বদলীয় বৈঠক বসে।

সমস্ত শ্রমিক সংগঠনের তরফে জানানো হয় চুনুলাল মিশ্রের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। কিন্তু এভাবে কোলিয়ারি বন্ধ করা যাবে না। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতাকে সাসপেন্ড করা হয়েছে।

কর্তৃপক্ষের এফআইআরের ভিত্তিতে তিনি আদালত থেকে জামিনও পেয়েছেন। অন্যদিকে, কর্তৃপক্ষের বক্তব্য এই চুনুলাল মিশ্রকে যতক্ষণ পর্যন্ত না শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ কোনও ভাবেই এই কোলিয়ারি চালু করা হবে না।

বৈঠকের শেষে শ্রমিক সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনে আমরণ অনশন শুরু করবেন।

.