সকালবেলায় ভূমিকম্প, আসানসোল, মালদাসহ গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে

আবারও ভূমিকমম্প। প্রায় রোজই এখন ভূমিকম্প হচ্ছে, এ দেশে। রেশ এসে পড়ছে বাংলাতেও। মঙ্গলবার সকালেও ফের ভূমিকম্প। সকাল ৫.৩৩ মিনিটে প্রথমবার ভূমিকম্প হয় উত্তর ভারত জুড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। ভূমিকম্পের উত্‍সস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।এর পর সকাল ৮ টা নাগাদ মাঝে মাঝেই টের পাওয়া যায় আফটার শক। আসানসোল, দূর্গাপুর, মালদাসহ বিভিন্ন জেলাতেই কম্পন টের পাওয়া যায়।

Updated By: Dec 15, 2015, 08:50 AM IST
 সকালবেলায় ভূমিকম্প, আসানসোল, মালদাসহ গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে

ওয়েব ডেস্ক: আবারও ভূমিকমম্প। প্রায় রোজই এখন ভূমিকম্প হচ্ছে, এ দেশে। রেশ এসে পড়ছে বাংলাতেও। মঙ্গলবার সকালেও ফের ভূমিকম্প। সকাল ৫.৩৩ মিনিটে প্রথমবার ভূমিকম্প হয় উত্তর ভারত জুড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। ভূমিকম্পের উত্‍সস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।এর পর সকাল ৮ টা নাগাদ মাঝে মাঝেই টের পাওয়া যায় আফটার শক। আসানসোল, দূর্গাপুর, মালদাসহ বিভিন্ন জেলাতেই কম্পন টের পাওয়া যায়।

সকালবেলায় এভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। যদিও ভূমিকম্পের তীব্রতা বেশি না হওয়ায়, হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

.