দেবীপক্ষে বাঙালিদের পাশাপাশি নজর কাড়ছে অন্যান্য সম্প্রদায়ের মাতৃবন্দনাও

দেবীপক্ষে বাঙালিদের পাশাপাশি নজর কাড়ছে অন্যান্য সম্প্রদায়ের মাতৃবন্দনাও। ধর্ম বিশ্বাসে গোর্খারাও দেবী দুর্গার উপাসক। প্রতিবারের মতো এবারও ভানুভক্ত সমিতির উদ্যোগে শিলিগুড়ির প্রধাননগরে নিজেদের মতো করে দুর্গাপুজো করছেন গোর্খারা। তাঁদের রীতিনীতি বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি উত্‍সব।

Updated By: Oct 10, 2016, 04:22 PM IST
 দেবীপক্ষে বাঙালিদের পাশাপাশি নজর কাড়ছে অন্যান্য সম্প্রদায়ের মাতৃবন্দনাও

ওয়েব ডেস্ক: দেবীপক্ষে বাঙালিদের পাশাপাশি নজর কাড়ছে অন্যান্য সম্প্রদায়ের মাতৃবন্দনাও। ধর্ম বিশ্বাসে গোর্খারাও দেবী দুর্গার উপাসক। প্রতিবারের মতো এবারও ভানুভক্ত সমিতির উদ্যোগে শিলিগুড়ির প্রধাননগরে নিজেদের মতো করে দুর্গাপুজো করছেন গোর্খারা। তাঁদের রীতিনীতি বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি উত্‍সব।

আরও পড়ুন প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

তখন দিনের বেলাটা উপোস করেন তাঁরা। বাঙালিদের যেদিন নবমী, অর্থাত্‍ আজ রাতেই গোর্খাদের দুর্গাপুজো শেষ। পুজোর আয়োজনের পুরোভাগে এবারও মহিলারাই। এবার দেবী দুর্গাকেও এক গোর্খা নারীর রূপ দেওয়া হয়েছে। প্রতিমার পোশাক তৈরি করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অলকা শর্মা।

আরও পড়ুন  ১৮৩ রানে ব্যাট করার সময় পাকিস্তানের বিরুদ্ধেও বীরু এমনটা করতেন!

.