দুধ থেকে চোনা তোলার চেষ্টা, হাত কাটার হুমকির জন্য ক্ষমা চাইলেন বিজেপি নেতা দুধকুমার

চব্বিশ ঘণ্টাও কাটল না। তৃণমূল কর্মীদের হাত কাটার কথা বলে ক্ষমা চেয়ে নিলেন বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। দল তাতে সন্তুষ্ট। ঠিক যেমন ভাবে সন্তুষ্ট হতে দেখা গিয়েছিল তাপস পালের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি ক্ষমা চাইলেই সাত খুন মাফ? উঠছে প্রশ্ন। বীরভূমের বিজেপি জেলা সভাপতি দুধকুমারের জ্বালাময়ী বক্তৃতা।  

Updated By: Dec 26, 2014, 09:12 PM IST
দুধ থেকে চোনা তোলার চেষ্টা, হাত কাটার হুমকির জন্য ক্ষমা চাইলেন বিজেপি নেতা দুধকুমার

ব্যুরো: চব্বিশ ঘণ্টাও কাটল না। তৃণমূল কর্মীদের হাত কাটার কথা বলে ক্ষমা চেয়ে নিলেন বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। দল তাতে সন্তুষ্ট। ঠিক যেমন ভাবে সন্তুষ্ট হতে দেখা গিয়েছিল তাপস পালের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি ক্ষমা চাইলেই সাত খুন মাফ? উঠছে প্রশ্ন। বীরভূমের বিজেপি জেলা সভাপতি দুধকুমারের জ্বালাময়ী বক্তৃতা।  

শীর্ষ নেতাদের চাপে ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চাইলেন দুধকুমার।

 ব্যস! সাত খুন মাফ! ক্ষমাতেই ভুলে গেলেন দলের শীর্ষ নেতারা!

তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের মুখেও শোনা গিয়েছিল কুকথার স্রোত।

কানে আঙুল দিয়েছিলেন বাংলার মানুষ। তারপর? কী শাস্তি পেয়েছেন তিনি? দলের সুপ্রিমোর কাছে দুঃখপ্রকাশ করে চিঠি। সঙ্গে সঙ্গে ক্ষমা।

এক্ষেত্রেও সাত খুন মাফ! সিপিআইএমের বিধায়ক আনিসুর রহমান তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কিছু অসংসদীয় মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তৃণমূল বা বিজেপির অভিধানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার যেন কোনও বালাই নেই।  তৃণমূলনেত্রী যখন তাপস পালকে ক্ষমা করে দিয়েছিলেন শোরগোল ফেলে দিয়েছিলেন রাহুল সিনহারা। আবার সেই দলেরই সাংসদ সাধ্বী নিরঞ্জন জ্যোতি যখন অসংসদীয় কথা বলেন, মুখে কুলুপ এঁটে থাকেন বিজেপির শীর্ষ নেতারা। দুধকুমারকেও অবলীলাক্রমে ক্ষমা করে দিতে পারেন রাহুল সিনহারা।

তাহলে কি এমনটাই চলবে! তাপস পাল, দুধকুমাররা জানবেন মাইকের সামনে যে কোনও কথা বলে, আড়ালে একটা চিঠি দিলেই সব ড্যামেজ কন্ট্রোল। সাত খুন মাফ।

 

.