সিভিক পুলিসের কানে কামড় মদ্যপের

বচসার জেরে এক সিভিক পুলিসের কান কামড়ে কেটে নিল মদ্যপ যুবক। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে হুগলির শ্রীরামপুরের নয়াবস্তি এলাকায়। গতকাল রাতে শেওড়াফুলি পুলিস ফাঁড়িতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারকেশ্বর পাটুয়া নামে ওই সিভিক পুলিস। পথে এক মদ্যপ যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। প্রথমে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে।

Updated By: Jun 26, 2016, 12:48 PM IST
সিভিক পুলিসের কানে কামড় মদ্যপের

ওয়েব ডেস্ক : বচসার জেরে এক সিভিক পুলিসের কান কামড়ে কেটে নিল মদ্যপ যুবক। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে হুগলির শ্রীরামপুরের নয়াবস্তি এলাকায়। গতকাল রাতে শেওড়াফুলি পুলিস ফাঁড়িতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারকেশ্বর পাটুয়া নামে ওই সিভিক পুলিস। পথে এক মদ্যপ যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। প্রথমে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এরপরই ওই মদ্যপ যুবক তাঁর কানে কামড়ে দেয়। তীব্র যন্ত্রণা ও রক্তে ভর্তি হয়ে যায় তাঁর জামাকাপড়। তড়িঘড়ি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। পরে পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।

.