অ্যাডমিটকার্ডে কুকুরের ছবি, পরীক্ষা দিতে পারবেন কিনা ভাবছে পরীক্ষার্থী

অ্যাডমিটকার্ডে কুকুরের ছবি। অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালপুরে। উচ্চমাধ্যমিকের পর ভোকেশনাল ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিল সৌম্যদীপ মাহাত।

Updated By: Jun 27, 2015, 02:48 PM IST
অ্যাডমিটকার্ডে কুকুরের ছবি, পরীক্ষা দিতে পারবেন কিনা ভাবছে পরীক্ষার্থী
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: অ্যাডমিটকার্ডে কুকুরের ছবি। অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালপুরে। উচ্চমাধ্যমিকের পর ভোকেশনাল ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিল সৌম্যদীপ মাহাত।
 
গবাদি পশু গরুর নামে অ্যাডমিটকার্ড। পরীক্ষা দিতে গেলেন না গাভী। এখবর আমাদের সকলেরই জানা। এবার আবার অ্যাডমিটকার্ড বিতর্ক। কুকুরের ছবিওয়ালা অ্যাডমিট পেলেন পরিক্ষার্থী। অ্যাডমিট কার্ড এসে পৌছনর পর সৌম্যদীপ দেখেন তার নিজের ছবির বদলে অ্যাডমিট কার্ডে রয়েছে কুকুরের ছবি। আগামিকাল ভোকেশনালে ভর্তির পরীক্ষা রয়েছে। ফলে এখন বিপাকে পড়েছেন সৌম্যদীপ। তাঁর মনে এখন চিন্তা একটাই কুকুরের ছবি দেওয়া অ্যাডমিটকার্ডে কি তিনি পরীক্ষা দিতে পারবেন?

 

.