রাজ্য না চাইলেও ধূলাগড় কাণ্ডে এনআইএ তদন্তের দাবিকে সমর্থন অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের
ধূলাগড় কাণ্ডে NIA তদন্ত চায় কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টে NIA তদন্তের দাবিকে সমর্থন করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এর তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের আইনজীবী। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
ওয়েব ডেস্ক: ধূলাগড় কাণ্ডে NIA তদন্ত চায় কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টে NIA তদন্তের দাবিকে সমর্থন করলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এর তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের আইনজীবী। রাজ্যকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত ডিসেম্বরে হাওড়ার ধূলাগড়ে গোষ্ঠী সংঘর্ষ হয়। ধূলাগড় কাণ্ড নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় এক সংস্থা। আদালতে আজ ঘটনার ভয়াবহতা উল্লেখ করেন ওই সংস্থার আইনজীবী। তাঁর যুক্তি, UAPA-অনুযায়ী ধূলাগড়ে NIA তদন্তই হওয়া উচিত। অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও সেই দাবিকে সমর্থন করেন। তাঁর মতে ধূলাগড়ে যেভাবে গোলাগুলি চলেছে, একমাত্র NIA-ই তার তদন্ত করতে পারে। এই যুক্তির তীব্র বিরোধিতা করেছেন রাজ্য সরকারের আইনজীবী। তাঁর দাবি, ধূলাগড়ে এমন ভয়াবহ কিছু হয়নি যাতে NIA তদন্ত হতে পারে। রাজ্য সরকারের তদন্তই এজন্য যথেষ্ট।
রাজ্য ইতিমধ্যেই ধূলাগড় কাণ্ডে কয়েকজনকে গ্রেফতার করেছে বলেও আদালতে তথ্য দেন আইনজীবী। হাইকোর্ট এ নিয়ে চার সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা চেয়েছে। ধূলাগড়ে কেন NIA তদন্ত হবে না? রাজ্যের কাছে হলফনামায় তারই ব্যাখ্যা চাওয়া হয়েছে। সূত্রের খবর, ধূলাগড় কাণ্ডের পরেই তদন্ত করতে চেয়েছিল NIA। সেবারও NIA তদন্তে রাজি হয়নি রাজ্য। (আরও পড়ুন- নারদ তদন্তে CBI; মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় )