অশান্তির পাহাড়ে কাল মেঘ পর্যটনের আকাশে

পাহাড়ে অশান্তির ধাক্কা পুজো ভ্রমণে। পর্যটকরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন দার্জিলিং থেকে। একের পর এক বুকিং বাতিল হচ্ছে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

Updated By: Aug 8, 2013, 11:20 PM IST

পাহাড়ে অশান্তির ধাক্কা পুজো ভ্রমণে। পর্যটকরা মুখ ঘুরিয়ে নিচ্ছেন দার্জিলিং থেকে। একের পর এক বুকিং বাতিল হচ্ছে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ উত্তরাখণ্ড। বিপর্যয়ের প্রভাব পড়েছে হিমাচল প্রদেশ ও লাগোয়া অঞ্চলগুলিতেও। তাই পুজোয় ভ্রমণপিপাসুদের অনেকেরই এবার টার্গেট ছিল দার্জিলিং ট্রেনের টিকিট কাটার আগেই অনেকেই সেরে রাখছিলেন হোটেল বুকিং। বুকিং সামলাতে নাভিশ্বাস উঠছিল ব্যবসায়ীদের। কিন্তু পাহাড়ে হঠাত্‍ অশান্তিতে বদলে গেছে গোটা ছবিটাই। এখন বুকিং বাতিলের জন্য পড়েছে লম্বা লাইন। খামোকা কোনও পর্যটকই অশান্তিতে জড়াতে রাজি নন। ট্যুরিস্টদের নিয়ে পাহাড়ে যেতে ভরসা পাচ্ছেন না পর্যটন ব্যবসায়ীরাও।
ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। সফর বাতিল করছেন বহু বিদেশি পর্যটকও। যার ব্যাপক প্রভাব পড়ছে রাজ্যের পর্যটন শিল্পে। দার্জিলিঙে অশান্তির ঝড়। অসমেও রাজ্যভাগের আন্দোলন। যাওয়া যাবে না উত্তর ভারতে। তা বলে পুজোয় ঘোরা বাতিল হয় নাকি? পর্যটকদের নজর তাই দক্ষিণ ভারতের দিকে। কিছু পর্যটক না হয় ঘুরতে যাবেন দক্ষিণে। কিন্তু দার্জিলিংকে সামনে রেখে যেসব ব্যবসায়ী ব্যবসার ঘুঁটি সাজিয়েছিলেন তাঁদের মাথায় হাত পড়েছে। চিন্তায় পড়েছেন পর্যটকরাও। কম খরচে পাহাড়ে পুজোর ছুটি কাটানোর বাজেটটাই যে উল্টে পাল্টে গেল।

.