এনসেফ্যালাইটিসের পর উত্তরবঙ্গে থাবা বসাচ্ছে ডেঙ্গি, ৬ জনের রক্তে মিলল জীবাণু

Updated By: Oct 24, 2014, 09:34 AM IST
এনসেফ্যালাইটিসের পর উত্তরবঙ্গে থাবা বসাচ্ছে ডেঙ্গি, ৬ জনের রক্তে মিলল জীবাণু

কয়েকমাস আগেই থাবা বসিয়েছিল এনসেফ্যালাইটিস। উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়েছিল আতঙ্ক। এবার শিলিগুড়িতে বাড়তে শুরু করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত শিলিগুড়িতে ৬ জনের রক্তে মিলেছে ডেঙ্গির জীবাণু। অন্যদিকে, হাওড়ার ৪৪ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সাতজন।

এনসেফ্যালাইটিসের আতঙ্কের রেশ এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি উত্তরবঙ্গ। তার মধ্যেই এবার নতুন করে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। শিলিগুড়ির গান্ধী ময়দানের কাছে একই পরিবারের ছজনের রক্তে মিলেছে ডেঙ্গির জীবাণু। ডেঙ্গি থাবা বসিয়েছে হাওড়ার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লীতেও। কয়েক সপ্তাহ ধরেই জ্বরে ভুগছিলেন এখানকার বেশ কয়েকজন। এরপর রক্তের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতর। আর তাতেই সাতজনের দেহে মিলেছে ডেঙ্গির জীবাণু। গত রবিবারই ওই এলাকায় গিয়ে হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী বলেছিলেন, ভাইরাল জ্বর ছড়িয়েছে।

রক্ত পরীক্ষার আগেই একথা বলেছিলেন মেয়র। এবার ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়ার পরই এলাকায় শুরু হয়েছে ব্লিটিং পাউডার ছড়ানো। কয়েকটি পরিবারকে মশারিও দেওয়া হয়েছে।

 

.