উত্তর দিনাজপুরে ডেঙ্গি, অজানা জ্বরে মৃত্যু এক শিশু সহ দুই

উত্তর দিনাজপুরে ডেঙ্গি এবং অজানা জ্বরে এক শিশু সহ মৃত্যু হল দুজনের। জেলাজুড়ে ডেঙ্গিতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন নজন। যদিও সরকারি হিসেবে সংখ্যাটা চার। অজানা জ্বরে আক্রান্তের সংখ্যাটা তিরিশ ছাড়িয়েছে। তিন চারদিন আগে ইটাহারের পালুইবাড়ি এলাকার বাসিন্দা বছর তিনেকের আবেদ আলি জ্বর নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়। আবেদ আলির রক্তে ডেঙ্গির জীবাণু মেলে।

Updated By: Sep 27, 2015, 08:26 AM IST

ওয়েব ডেস্ক: উত্তর দিনাজপুরে ডেঙ্গি এবং অজানা জ্বরে এক শিশু সহ মৃত্যু হল দুজনের। জেলাজুড়ে ডেঙ্গিতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন নজন। যদিও সরকারি হিসেবে সংখ্যাটা চার। অজানা জ্বরে আক্রান্তের সংখ্যাটা তিরিশ ছাড়িয়েছে। তিন চারদিন আগে ইটাহারের পালুইবাড়ি এলাকার বাসিন্দা বছর তিনেকের আবেদ আলি জ্বর নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়। আবেদ আলির রক্তে ডেঙ্গির জীবাণু মেলে।

অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই শনিবার মারা যায় আবেদ আলি। অন্যদিকে বেশ কয়েকদিন অজানা জ্বরে ভুগছিলেন সুরুন্তু গ্রাম পঞ্চায়েত এলাকার নূর ইসলাম। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নূল ইসলামের। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অজানা জ্বর বা ডেঙ্গিতে আক্রান্ত বেশিরভাগই দিল্লিতে শ্রমিকের কাজ করেন। তাঁরা জ্বর নিয়েই জেলায় ফেরেন নিজেদের বাড়িতে।   

.