পুকুর থেকে উদ্ধার ছাত্রীর মৃতদেহ

উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার ফিঙাপাড়ায় কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু। এলাকার একটি পুকুরে ডুবে মৃত্যু হয় তাঁর। মৃতার নাম সংযুক্তা দাশগুপ্ত। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।

Updated By: Nov 27, 2016, 02:31 PM IST
পুকুর থেকে উদ্ধার ছাত্রীর মৃতদেহ

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার ফিঙাপাড়ায় কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু। এলাকার একটি পুকুরে ডুবে মৃত্যু হয় তাঁর। মৃতার নাম সংযুক্তা দাশগুপ্ত। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।

আরও পড়ুন- দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত দুই, জখম চার

জানা গেছে, বছর দেড়ের আগে কাঁকিনাড়া আয়ুর্বেদিক কলেজে পড়াশুনোর জন্য ভর্তি হন সংযুক্তা। সেখানেই থাকতেন তিনি। গতকাল রাতে তাঁর মৃতদেহ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে জগদ্দল থানার পুলিস সেখানে যায়। সংযুক্তার মৃত্যুর পিছনে রয়েছে খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিস। তদন্ত করে জানা গেছে মৃত ছাত্রীর বাড়ি ত্রিপুরায়।

.