ড্রেন থেকে রোগীর দেহ উদ্ধার

হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হল চিকিত্সাধীন রোগীর দেহ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অন্যান্য রোগীর আত্মীয়েরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার।

Updated By: Feb 5, 2012, 02:13 PM IST

হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হল চিকিত্সাধীন রোগীর দেহ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অন্যান্য রোগীর আত্মীয়েরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার।
হাসপাতালের নিউ বিল্ডিংয়ে চিকিত্সাধীন ছিলেন মেহেদিবাগানের বাসিন্দা আশিস বাগদী। অন্য রোগীরা জানিয়েছেন, গতকাল রাত থেকেই নিজের ওয়ার্ডে ছিলেন না তিনি। ওয়ার্ডের সামনে ঘুরছিলেন। কিন্তু, হাসপাতালের কোনও কর্মী বিষয়টি নজরই করেননি। রাতে সম্ভবত বিল্ডিংয়ের সামনে ড্রেনে পড়ে যান আশিস বাগদী। রাতভর সেখানেই পড়ে থাকেন। ভোরে তাঁর মৃত্যু হয়।
তারপরও দীর্ঘক্ষণ আশিস বাগদীর দেহ সরানো হয়নি। পরে তা স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সুপার অসিতবরণ সামন্ত জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

.