অবশেষে ভোররাতে উদ্ধার ডাইনি অপবাদে খুন হওয়া বৃদ্ধার দেহ

কাল দিনভর তল্লাসির পর অবশেষে ভোররাতে উদ্ধার ডাইনি অপবাদে খুন হওয়া বৃদ্ধার দেহ । কালই পিংলার  কুসুমদায় প্রকাশ্যে আসে খুনের ঘটনা। শনিবার রাত থেকে বেপাত্তা হয়ে যান রানি হাঁসদা নামে ওই বৃদ্ধা। এরপরেই খুনের  অভিযোগ ওঠে  বৃদ্ধার দেওর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। জেরায়  খুনের কথা কবুলও করেন তাঁরা।  তবে দেহ না মেলায় ধন্দে ছিল পুলিস।  এরপর আজ ভোরে পাশের গ্রামের একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় রানি হাঁসদার দেহ।  জানা গেছে গ্রামবাসীদের সাহায্য নিয়েই শনিবার বৃদ্ধাকে খুন করেন  দেওরের দুই ছেলেই।  এক আত্মীয়ার মৃত্যুর জন্য রানি হাঁসদাকে দায়ী করে শনিবার  সালিশিতেও  বসে হাঁসদা পরিবার। এরপরেই  নিখোঁজ হয়ে যান বৃদ্ধা। কাল পুলিস কুকুর নিয়ে তল্লাসিতে উদ্ধার হয়  রক্তমাখা চাদর। তবে এখনও বেপাত্তা দেওরের দুই ছেলেই।

Updated By: Jan 11, 2016, 10:03 AM IST
অবশেষে ভোররাতে উদ্ধার ডাইনি অপবাদে খুন হওয়া বৃদ্ধার দেহ

ওয়েব ডেস্ক: কাল দিনভর তল্লাসির পর অবশেষে ভোররাতে উদ্ধার ডাইনি অপবাদে খুন হওয়া বৃদ্ধার দেহ । কালই পিংলার  কুসুমদায় প্রকাশ্যে আসে খুনের ঘটনা। শনিবার রাত থেকে বেপাত্তা হয়ে যান রানি হাঁসদা নামে ওই বৃদ্ধা। এরপরেই খুনের  অভিযোগ ওঠে  বৃদ্ধার দেওর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। জেরায়  খুনের কথা কবুলও করেন তাঁরা।  তবে দেহ না মেলায় ধন্দে ছিল পুলিস।  এরপর আজ ভোরে পাশের গ্রামের একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় রানি হাঁসদার দেহ।  জানা গেছে গ্রামবাসীদের সাহায্য নিয়েই শনিবার বৃদ্ধাকে খুন করেন  দেওরের দুই ছেলেই।  এক আত্মীয়ার মৃত্যুর জন্য রানি হাঁসদাকে দায়ী করে শনিবার  সালিশিতেও  বসে হাঁসদা পরিবার। এরপরেই  নিখোঁজ হয়ে যান বৃদ্ধা। কাল পুলিস কুকুর নিয়ে তল্লাসিতে উদ্ধার হয়  রক্তমাখা চাদর। তবে এখনও বেপাত্তা দেওরের দুই ছেলেই।

.