বিগবাজার থেকে ডেবিট কার্ডে টাকা তোলায় গ্রাহকদের প্রতিক্রিয়া কী?

মিলছে খুচরো টাকা। তবে লাইন নেই। ঝক্কি নেই। ভিড়, হুড়োহুড়ি কিছুই নেই। জেলায় জেলায় বিগবাজারে ধরা পড়েছে এই ছবিই।

Updated By: Nov 24, 2016, 03:45 PM IST
বিগবাজার থেকে ডেবিট কার্ডে টাকা তোলায় গ্রাহকদের প্রতিক্রিয়া কী?

ওয়েব ডেস্ক : মিলছে খুচরো টাকা। তবে লাইন নেই। ঝক্কি নেই। ভিড়, হুড়োহুড়ি কিছুই নেই। জেলায় জেলায় বিগবাজারে ধরা পড়েছে এই ছবিই।

কৃষ্ণনগরে বিগবাজার আউটলেট থেকে, ডেবিট কার্ড ব্যবহার করে তোলা যাচ্ছে দু হাজার টাকা। হাওড়ায় লিলুয়া বিগবাজারেও সকাল থেকেই শুরু হয়েছে টাকা তোলা। তবে এখানে দুহাজার টাকা নয়, সর্বাধিক মিলছে এক হাজার টাকা। আর সর্বনিম্ন একশো টাকা তুলতে পারছেন গ্রাহকরা। লম্বা লাইন অবশ্য দিতে হচ্ছে না কাউকেই।

কাজিপাড়ায় বিগবাজার থেকে মিলছে দু হাজার টাকাই। বিগবাজার থেকে  ডেবিট কার্ডে খুচরো টাকা তুলতে পেরে, দুর্গাপুরে মহাখুশি গ্রাহকরা। তবে এর জন্য বিগবাজারে অবশ্য তেমন ভিড় নেই। বর্ধমান শহরেও এক ছবি। লাইনে ধাক্কা খেতে হচ্ছে না কাউকে। সহজেই মিলছে টাকা। বিগবাজারের তরফে এই ব্যবস্থায় তাঁদের অনেক সুবিধে হল, বলছেন গ্রাহকরা।

আরও পড়ুন,বিগ বাজার থেকেও মিলবে টাকা, ডেবিট কার্ড ব্যবহার করে ২০০০ টাকা তুলতে পারবে গ্রাহক

.