মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
মুর্শিদাবাদের রানিতলায় গুলি করে খুন করা হল এক সিপিআইএম সমর্থককে। নিহতের নাম সেলিনা বিবি। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। অভিযোগ, আজ সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী পলাশি গ্রামে সেলিনা বিবির বাড়িতে চড়াও হয়। সেলিনা বিবির স্বামীকে বেরোতে বলে তারা।
মুর্শিদাবাদের রানিতলায় গুলি করে খুন করা হল এক সিপিআইএম সমর্থককে। নিহতের নাম সেলিনা বিবি। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। অভিযোগ, আজ সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী পলাশি গ্রামে সেলিনা বিবির বাড়িতে চড়াও হয়। সেলিনা বিবির স্বামীকে বেরোতে বলে তারা। না বেরোলে বাড়িতে ঢুকে লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে সেলিনা বিবিকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ।
গত কয়েকদিন ধরেই কংগ্রেস এবং সিপিআইএমের বিক্ষিপ্ত গণ্ডগোলের জেরে উত্তপ্ত ছিল পলাশি গ্রাম। তা সত্ত্বেও এলাকায় পুলিসি টহলদারির কোনও বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।