হুমকির জেরে ফের বন্ধ কেশপুরের সিপিআইএম কার্যালয়
হুমকির মুখে ফের বন্ধ হয়ে গেল কেশপুরের আনন্দপুরে সিপিআইএমের দলীয় কার্যালয়। গত ১০ জুলাই দীর্ঘ ১৪ মাস পর ওই কার্যালয়টি খোলা হয়েছিল। গত বছরের মে মাসের বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া কেশপুরের বিভিন্ন গ্রামের বেশ কিছু সিপিআইএম সমর্থক সেখানে থাকতে শুরু করেন।
হুমকির মুখে ফের বন্ধ হয়ে গেল কেশপুরের আনন্দপুরে সিপিআইএমের দলীয় কার্যালয়। গত ১০ জুলাই দীর্ঘ ১৪ মাস পর ওই কার্যালয়টি খোলা হয়েছিল। গত বছরের মে মাসের বিধানসভা ভোটের পর থেকে ঘরছাড়া কেশপুরের বিভিন্ন গ্রামের বেশ কিছু সিপিআইএম সমর্থক সেখানে থাকতে শুরু করেন। কিন্তু স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, কার্যালয় খোলার পর থেকেই ফের সেটি বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হতে থাকে। এর জন্য তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলে সিপিআইএম।
কার্যালয়ে যাওয়ার কারণে কয়েকজন সিপিআইএম কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এর জেরেই ফের বন্ধ করে দেওয়া হল আনন্দপুরে সিপিআইএমের দলীয় কার্যালয়। যদিও পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের তরফে আনন্দপুরে সিপিআইএম সমর্থকদের ভীতিপ্রদর্শন ও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।