তৃণমূলকে 'আড়াল' করতে ধর্ষণের বদলে শ্লীলতাহানির অভিযোগ দায়ের পুলিসের!

এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জোর করে  শ্লীলতাহানির অভিযোগ দায়ের করানোর অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল থানা এলাকার ঘটনা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের আড়াল করছে পুলিস। তাদের হুমকিতে দিশাহারা নির্যাতিতার পরিবার।হাসপাতালের বেডে শুয়েও আতঙ্কের রেশ কাটেনি। গত তিরিশে জানুয়ারি রাতের কথা মনে পড়লে এখনও শিউড়ে উঠছে গোসাবার  আমতলি গ্রামের দ্বাদশ শ্রেণির সেই ছাত্রী।

Updated By: Feb 5, 2015, 10:17 AM IST
তৃণমূলকে 'আড়াল' করতে ধর্ষণের বদলে শ্লীলতাহানির অভিযোগ দায়ের পুলিসের!

সুন্দরবন: এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জোর করে  শ্লীলতাহানির অভিযোগ দায়ের করানোর অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল থানা এলাকার ঘটনা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের আড়াল করছে পুলিস। তাদের হুমকিতে দিশাহারা নির্যাতিতার পরিবার।হাসপাতালের বেডে শুয়েও আতঙ্কের রেশ কাটেনি। গত তিরিশে জানুয়ারি রাতের কথা মনে পড়লে এখনও শিউড়ে উঠছে গোসাবার  আমতলি গ্রামের দ্বাদশ শ্রেণির সেই ছাত্রী।

চিনে ফেলায় ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, থানায় গিয়েও সুবিচার মেলেনি।

অভিযুক্ত দুই পড়শি যুবকের মধ্যে একজনকে  ধরে ওই ছাত্রীর বাবাই পুলিসের হাতে তুলে দেন । তবে আদালত  জামিন পেয়ে গিয়েছে সে। ফেরার আরও একজন।

হাসপাতালের বেডে মুখ লুকিয়ে এখন দিন কাটছে নির্যাতিতার।পুলিসি নিষ্ক্রিতার অভিযোগ তুলেও হাল ছাড়তে নারাজ  পরিবার।
 

.