কুপারসে জোট ভেস্তে যাওয়ার মুখে
মুর্শিদাবাদে জোটে ভেঙে গিয়েছিল আগেই। এবার জোটে ফাটল নদিয়াতেও। কুপারস্ কেলেঙ্কারির জেরে আগামী পুরসভা ভোটে তৃণমূলের সঙ্গত্যাগের সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্ত জেলা কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে জোটধর্ম পালন করবেন না তাঁরা।
মুর্শিদাবাদে জোটে ভেঙে গিয়েছিল আগেই। এবার জোটে ফাটল নদিয়াতেও। কুপারস্ কেলেঙ্কারির জেরে আগামী পুরসভা ভোটে তৃণমূলের সঙ্গত্যাগের সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্ত জেলা কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে জোটধর্ম পালন করবেন না তাঁরা। ৩ জুন নদিয়ায় পুরসভার ভোট। তার আগেই ফের একবার ধাক্কা খেল কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোট।
কেন জোটে এতো অনীহা? এর পিছনে রয়েছে কুপারস্ পুরসভার নজিরবিহীন কেলেঙ্কারি। দুর্নীতির অভিযোগে তৃণমূলের উদ্যোগে কংগ্রেস পরিচালিত পুরসভার সকলের নামেই এফআইআর দায়ের করা হয়েছে। বাদ পড়েননি চেয়াম্যান থেকে কোনও কাউন্সিলরই। আর এই ঘটনার জেরেই পুরভোটে জোট এখন দফারফা। ফলে নদিয়ার জোট ভেস্তে যাওয়ার মুখে।