বীরভূমে ধর্মান্তরণ বিতর্ক, ভিএইচপি নেতা যুগল কিশোরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

রামপুরহাটে ধর্মান্তরণের ঘটনায় VHP নেতা যুগলকিশোরের বিরুদ্ধে দায়ের হল FIR। একইভাবে FIR দায়ের হয়েছে VHP-র স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধেও।

Updated By: Jan 29, 2015, 04:29 PM IST
বীরভূমে ধর্মান্তরণ বিতর্ক, ভিএইচপি নেতা যুগল কিশোরের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ব্যুরো: রামপুরহাটে ধর্মান্তরণের ঘটনায় VHP নেতা যুগলকিশোরের বিরুদ্ধে দায়ের হল FIR। একইভাবে FIR দায়ের হয়েছে VHP-র স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধেও।

বিশ্ব হিন্দু পরিষদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল  খরমডাঙায় প্রায় ১৫০জন ক্রিশ্চান আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের ধর্মান্তরণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএইচপির সর্বভারতীয় নেতা যুগল কিশোর। বিভিন্ন সম্প্রদায়ের প্রায় হাজার খানেক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীরভূমের পুলিস সুপারের বক্তব্য ছিল, ধর্মান্তরণ অনুষ্ঠান সম্পর্কে তাঁর কাছে আগাম খবর ছিল না।

এ রাজ্যেও এবার ধর্মান্তরণের ঘটনা ঘটল। যে ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল, সংসদে বিবৃতি দিতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকে, সেই ধর্মান্তরণের ঘটনা ঘটল এই রাজ্যেও। বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা প্রবীণ তোগাড়িয়া এবং যুগলকিশোরের উপস্থিতিতেই ধর্মান্তরণ হল।

.