বাড়ি, স্কুল, হাসপাতালের প্রলোভন দেখিয়ে এ রাজ্যেও চলছে ধর্মান্তরণ, তদন্তে ২৪ ঘণ্টা

Updated By: Jan 29, 2015, 11:29 PM IST
বাড়ি, স্কুল, হাসপাতালের প্রলোভন দেখিয়ে এ রাজ্যেও চলছে ধর্মান্তরণ, তদন্তে ২৪ ঘণ্টা

বাড়ি করে দেওয়া হবে। এলাকার ঢালাও উন্নয়ন হবে । গড়ে উঠবে স্কুল, আশ্রম, হাসপাতাল। রামপুরহাটের খরমাডাঙায় ধর্মান্তরণের পিছনে কাজ করেছে এমনই হাজারো প্রলোভন। চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে একথা স্বীকার করে নিলেন স্থানীয় আদিবাসীরাই।   

আগ্রা, গুজরাতের ছায়া এ রাজ্যেও। বীরভূমের রামপুরহাটের খরমাডাঙা। অভিযোগ, ধর্মান্তরণ এখানে নতুন নয়। বারবারই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সৌজন্যে বিশ্ব হিন্দু পরিষদ।
...এবারও তার পুনরাবৃত্তি হল। VHP-র পঞ্চাশ বছর উপলক্ষ্যে ঘর ওয়াপসির আসর বসেছিল খড়মাডাঙায়। সর্বভারতীয় স্তরের নেতা যুগলকিশোরের উপস্থিতিতে শতাধিক আদিবাসীর ধর্মান্তরণ করা হল। সবটাই কি স্ব-ইচ্ছায়?

এনিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ভিএচপি-র দুই শীর্ষনেতা প্রবীণ তোগাড়িয়া ও যুগলকিশোরের বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করেছেন স্থানীয় এক আদিবাসী। অভিযোগ, উস্কানিমূলক বক্তৃতার। ধর্মান্তরণ নিয়ে বিজেপিকে দায়ী করেছে বামেরা। বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান

জেলা প্রশাসনের বক্তব্য, ধর্মান্তরণ অনুষ্ঠান সম্পর্কে তাদের কাছে আগাম খবর ছিল না। প্রশ্ন উঠেছে এই দাবি নিয়েও।  

 

.