সাত পুরসভার ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্ক
সাত পুরসভার ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্ক। রাজ্য একতরফা দিন ঘোষণা করেছে বলে অভিযোগ বিরোধীদের।
Updated By: Mar 24, 2017, 01:39 PM IST
ওয়েব ডেস্ক: সাত পুরসভার ভোটের দিন ঘোষণা নিয়ে বিতর্ক। রাজ্য একতরফা দিন ঘোষণা করেছে বলে অভিযোগ বিরোধীদের।
পাহাড়ের চার পুরসভা ছাড়াও এর মধ্যে রয়েছে রায়গঞ্জ, ডোমকল, পুজালির পুরভোট। হাইকোর্টে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে জানানো হয় ১৪ই মে এই ভোট হবে। উনিশে মের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করা হবে বলেও আদালতে জানান রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। আর এতেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, কমিশনের পরামর্শ ছাড়াই দিন স্থির হয় কী করে? এক তরফা সিদ্ধান্তের পরেও কমিশন চুপ কেন? সে প্রশ্নও উঠছে।