শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা, তৃণমূলের নিন্দায় সরব কংগ্রেস

জোটশরিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের সরব হল কংগ্রেস। শনিবার কাটোয়ায় কংগ্রেসের কর্মী সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলার জন্য তৃণমূলকেই দায়ি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Updated By: Apr 29, 2012, 09:38 AM IST

জোটশরিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের সরব হল কংগ্রেস। শনিবার কাটোয়ায় কংগ্রেসের কর্মী সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলার জন্য তৃণমূলকেই দায়ি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
কাটোয়া মহকুমা কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ``শিক্ষায়তনে নোংরামি করছে তৃণমূল কংগ্রেস।`` শিক্ষাক্ষেত্র থেকে কৃষি, সব বিষয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। রাজ্যের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে প্রদীপবাবু বলেন, শিক্ষাক্ষেত্রকে রাজনীতি মুক্ত করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। আবার বিভিন্ন কলেজে মুখ্যমন্ত্রীর দলের কর্মীরাই তাণ্ডব চালাচ্ছে। কার্টুনকাণ্ডে অধ্যাপককে গ্রেফতারের ঘটনারও নিন্দা করেছে কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে একই সুর শোনা গেল উপস্থিত কংগ্রেস নেতৃত্বের গলাতেও 

.