পঞ্চায়েতে আমলাতন্ত্র, ক্ষোভ শরিক কংগ্রেসেও
পঞ্চায়েতের ক্ষমতাকে খর্ব করে আমলাতন্ত্রকে সামনে নিয়ে আসার রাজ্য সরকারের উদ্যোগের তীব্র সমালোচনা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেসের পঞ্চায়েত রাজ সম্মেলনে প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের ক্ষমতাকে কোনওভাবেই খর্ব করা যাবে না।
পঞ্চায়েতের ক্ষমতাকে খর্ব করে আমলাতন্ত্রকে সামনে নিয়ে আসার রাজ্য সরকারের উদ্যোগের তীব্র সমালোচনা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেসের পঞ্চায়েত রাজ সম্মেলনে প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের ক্ষমতাকে কোনওভাবেই খর্ব করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কড়া সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, মন্ত্রী মানস ভুঁইঞা, সাংসদ অধীর চৌধুরী। শুধু সমালোচনাই না। তেইশে নভেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে পঞ্চায়েত বাঁচাওয়ের দাবিতে বিক্ষোভেরও ডাক দিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত ব্যবস্থাকে সামনে রেখে সরকারের ঘরের বিরোধ এবার প্রকাশ্যে। সম্প্রতি পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর কিছু উদ্যোগকে ঘিরে এই বিরোধের সূত্রপাত। একাধিক জেলা সফরে গিয়ে পঞ্চায়েতের জন প্রতিনিধিদের বাদ দিয়ে বিডিওদের নিয়ে বৈঠক করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের আগেই বিরোধিতা করেছে বামেরা। এবার কংগ্রেসও বুঝিয়ে দিল সরকারের শরিক হওয়া সত্ত্বেও কোনওভাবেই তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন না। সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। সরকারের এই চেষ্টার বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। ২০শে নভেম্বর পঞ্চায়েতরাজ সম্মেলনের ডাক দিয়েছে কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনে দিল্লির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।